পাসপোর্ট অধিদপ্তরের নতুন ডিজি মেজর জেনারেল সাকিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪১ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৭ এএম

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর। ছবি: সংগৃহীত

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর। ছবি: সংগৃহীত

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল সাকিল আহমেদ।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

মেজর জেনারেল সাকিল আহমেদকে পাসপোর্ট অধিদপ্তরের নতুন ডিজি হিসেবে নিয়োগ দিয়ে তাঁর চাকরি সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আর বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মো. সোহায়েল হোসেন খানকে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দিতে তাঁর চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এদিকে, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh