প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক চায় ওয়ার্কার্স পার্টি

করোনা সংক্রমণ রোধ ও সামাজিক-অর্থনৈতিক পুনর্বাসনে ভবিষ্যৎমুখী পরিকল্পনা নিতে এবং এ বিষয়ে নির্দেশনা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে ওয়ার্কাস পার্টি।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে দলটির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

দলটির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার যৌথ বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ এখনো সীমিত রাখা সম্ভব হলেও এ নিয়ে আত্মতুষ্টির অবকাশ নেই। ইতালি, স্পেন, ফ্রান্স ও বিশেষ করে যুক্তরাষ্ট্র এর মাসুল দিচ্ছে। এটা আশার কথা যে প্রধানমন্ত্রী ঢাকা থেকে উপজেলা পর্যায় পর্যন্ত প্রতিদিন এক হাজার পরীক্ষার নির্দেশ দেয়ায় বিশ্বস্বাস্থ্য সংস্থা পরীক্ষার যে তাগিদ দিয়ে আসছিল তা কিছুটা পূরণ হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশের পর স্বাস্থ্যমন্ত্রী তার স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বিশেষ করে করোনা পরীক্ষা নিয়ে যে বাগড়াম্বর করছিলেন তার অবসান ঘটবে। স্বাস্থ্যমন্ত্রীর এসব বক্তব্যের জন্য জনগণ বিভ্রান্তিতে পড়ছিল। তাদের সতর্কতা শিথিল হচ্ছিল। এখন পরীক্ষার মধ্য দিয়ে প্রকৃত চিত্র বেরিয়ে আসলে সরকার যেমন, মানুষও তেমনি তাদের ব্যবস্থা নিতে পারবে।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সব বিষয়ে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সম্পৃক্ত হওয়া প্রয়োজন বলে মনে করে দলটি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //