কাউন্সিলর প্রার্থীর অফিসে হামলায় গুলিবিদ্ধ ১

রাজধানীর ওয়ারীর ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিল প্রার্থীর অফিসে দুর্বৃত্তদের হামলায় একজন গুলিবিদ্ধ এবং দুজন আহত হয়েছেন। আহতদের দাবি, আওয়ামী লীগের লোকজন তাদের ওপর হামলা চালিয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) বিকেল তিনটার দিকে ওয়ারীর বনোগ্রাম জুগি নগরলেন এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় গুলিবিদ্ধ হয়েছেন মো. শান্ত (৩০) এবং আহত হয়েছে আরজু (৪০) ও শেখ রবিন (৪৫)।

এদের মধ্যে শান্ত ওয়ারী থানা শ্রমিকদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং আরজু ও রবিন বিএনপির কর্মী বলে দাবি করেছেন।

আহতদের দাবি, ঘটনার পর তারা অবরুদ্ধ ছিলেন। এক পর্যায়ে সেখান থেকে মুক্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

গুলিবিদ্ধ শান্ত জানান, ৩৮ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মেহেরুন্নেসার রেডিও মার্কা নির্বাচনি প্রচারণার জন্য জুগিনগর অফিসে অবস্থান করছিলেন। ওই সময় একই ওয়ার্ড থেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইমতিয়াজ আহমেদ মান্নাফির লোকজন তাদের ওপর হামলা চালায় ও এলোপাতাড়ি গুলি করে।

শান্তর দাবি, এ ঘটনায় তিনি গুলিবিদ্ধ হন। বর্তমানে তারা তিনজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে ঢামেক পুলিশ বক্সের (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, আহত তিনজনের মধ্যে শান্ত নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। এক্সরে করার পর চিকিৎসকরা গুলির চিহ্ন পেয়েছে। তার বাম পায়ের উরুতে গুলি লেগেছে। বাকি দুজন সামান্য আহত হয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //