দেশে একদলীয় শাসন চলছে: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘১৯৭৫ সালে যেমন কোন রাজনীতি ছিল না, তেমনি এখনো কোন রাজনীতি নেই। পঁচাত্তরের মতো এখনো দেশে একদলীয় শাসন চলছে।’

আজ শনিবার (২৫ জানুয়ারি) বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, ‘১৯৭৫ সালে সংবিধান সংশোধন করে আনুষ্ঠানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল। ঠিক এখন অত্যন্ত সুপরিকল্পিতভাবে একই ব্যবস্থা অনানুষ্ঠানিকভাবে চলছে। গণতন্ত্রের আড়ালে দেশে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের আর্ভিভাব ঘটিয়েছে। মুক্তিযুদ্ধের সব চেতনাই তারা ধবংস করে দিয়েছে।’

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মওদুদ বলেন, ‘আজকের এই দিনে জাতির প্রত্যয় হলো—দেশে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনর্বহাল করার জন্য সব গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করে যেতে হবে।’

তিনি বলেন, ‘১৯৭৫ সালের ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রবর্তন করা হয়। সেদিন সংসদে বিনা বির্তকে, বিনা আলোচনায় সংবিধানের চতুর্থ সংশোধনী বিল মাত্র ১১ মিনিটের মধ্যে পাস করিয়ে তকালীন প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রপতির হিসেবে শপথ নেন। এই দলের নামকরণ করা হয় বাংলাদেশে কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থা বাকশাল। এইদিনে বাকশালের জন্মদিন।’

মওদুদ বলেন, ‘বাংলাদেশের মানুষের কাছে এই বাকশাল ব্যবস্থা কখনোই গ্রহণযোগ্য হয়নি। তারা নিজেদের অধিকার আদায়ের জন্য শেষ পর্যন্ত যুদ্ধ করেছে। সেই গণতন্ত্র তারা ফিরে পেতে চায়। স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধ ফিরিয়ে আনার দায়িত্ব এখন বিএনপিকে দিয়েছে  জনগণ।

খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি রাখা হয়েছে অভিযোগ করে মওদুদ বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তি একই সূত্রে গাঁথা।’

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু ও শওকত মাহমুদ প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //