খালেদা জিয়ার মুক্তি সহানুভূতির বিষয় নয়, লিগ্যাল ব্যাপার: কাদের

কারাবন্দি চিকিসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা বিশেষ আবেদনের কথা বলছেন, তারা আসলে আবেদন কার কাছে করবেন—আদালত নাকি সরকারের কাছে? খালেদা জিয়ার মুক্তি এখন আদালতের এখতিয়ারে; এটা সহমর্মিতা-সহানুভূতির বিষয় নয়, এটা লিগ্যাল ব্যাপার।’

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীতে ব্র্যাকের আয়োজনে নারী গাড়িচালকদের প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে সহমর্মিতা বা সহানুভূতির ঘাটতি নেই দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কিন্তু এক্ষেত্রে সহানুভূতির কথা বলে তো আমরা আদালতকে প্রভাবিত করতে পারি না।’

বিএনপির অভিযোগ সরকার সিটি করপোরেশন নির্বাচনে জেতার জন্য সবকিছু ব্যবহার করছে। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা উল্টো চিত্রটাই জানি। বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় আছে।’ বিএনপি নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য নানামুখী অজুহাত খুঁজছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপিকে তথ্য-প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা কোথায় কোথায় সরকারের মাধ্যমে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন দেখছেন, সেটা তো প্রমাণ করতে হবে। দেশবাসী সেটা জানুক। শুধু মনগড়া কথা বললে তো হবে না।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //