ইয়ার অব দ্য র‌্যাট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০১:৩৬ পিএম

আপডেট: ২৩ জানুয়ারি ২০২০, ০১:৩৯ পিএম

চাঁদের হিসেবে চলে চীনের ক্যালেন্ডার। তাই চান্দ্রবর্ষ শুরুর দিনে চীনারা পালন করে নববর্ষ। চীনের লোকদের কাছে এই নববর্ষ উদযাপন সবচেয়ে বড় উৎসব আয়োজন। তারা এই উৎসব পালন করে অত্যন্ত জাঁকজমকভাবে। 

এবার চীনা নববর্ষ শুরু হচ্ছে ২৫ জানুয়ারি। 

চীনা শাস্ত্র ১২টি প্রাণীর রাশিচক্র মেনে চলে। যেমন- ইঁদুর, সাপ, বাঘ, ড্রাগন ইত্যাদি। চক্র অনুযায়ী একেক বছর একেক প্রাণী দিয়ে ভাগ্য গননা করে চীনের জনগণ। সে হিসেবে এবছরকে বলা হচ্ছে ইয়ার অব দ্য র‌্যাট।

চীনা নববর্ষ কতিপয় পৌরাণিক কাহিনী ও রীতিনীতির সঙ্গে সম্পৃক্ত। ঐতিহ্যগতভাবে এই উৎসবটি এক সময় দেবতা ও পূর্বপুরুষদের সম্মানার্থে পালন করা হতো। চীন ভূখণ্ডে, আঞ্চলিক রীতি ও ঐতিহ্যের কারণে নববর্ষ উদযাপনে ভিন্নতা দেখা যায়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //