প্লাস্টিক পুড়িয়ে তেল উৎপাদন

প্রতিনিধি, রাঙামাটি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯, ০৪:৫২ পিএম

আপডেট: ০৩ নভেম্বর ২০১৯, ১০:৫৪ এএম

রাঙামাটির দুর্গম বাঘাইছড়ির বাসিন্দা ট্রাক্টরচালক মো. শফিক। প্লাস্টিক পুড়িয়ে প্রতিদিন ৩০ লিটার জ্বালানি তেল উৎপাদন করেন তিনি। কাচাঁমাল হিসেবে ব্যবহার করেন পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিকের পাত্র। এক কেজি পলিথিন পুড়িয়ে ৭০০ গ্রাম তেল উৎপন্ন করেন শফিক।

শফিক জানান, তিনি অকটেন, পেট্রোল, ডিজেল তৈরি করছেন। বিশুদ্ধকরণ যন্ত্রপাতি কিনতে না পারায় কেরোসিন এবং গ্যাস সরবরাহ করার পাত্র না থাকায় গ্যাস সংগ্রহ করা যাচ্ছে না। পাশাপাশি এ প্রকল্পটি থেকে ছাপার কাজে ব্যবহারের জন্য কালিও উৎপন্ন করছেন।

তাঁর উৎপাদিত প্রতি লিটার অকেটন ৫৫ টাকা, পেট্রোল ৭০টাকা ও ডিজেল ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ছাপা কালি কেজি প্রতি ২৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান শফিক।

তিনি জানান, জ্বালানি তেল উৎপন্ন করতে কোনো বিদ্যুৎ লাগে না।





সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //