ট্রাম্পের পোস্ট সরিয়ে দিলো ফেসবুক- টুইটার

ভিডিওতে করোনাভাইরাস নিয়ে ভুল তথ্য পোস্ট করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার নির্বাচনী প্রচার দলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফেসবুক ও টুইটার।

ভিডিওতে ট্রাম্প শিশুদের প্রায় করোনাভাইরাস প্রতিরোধী হিসেবে অভিহিত করেছেন। ফেসবুক ও টুইটার একে ভুল তথ্য হিসেবে উল্লেখ করেছে। 

এ কারণে ফেসবুক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে প্রেসিডেন্টের একাউন্ট থেকে ভিডিও ক্লিপটি মুছে দিয়েছে। এই প্রথমবারের মতো ফেসবুক তাদের নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে কাজটি করলো।

এদিকে টুইটার বলেছে, তারা একই ভিডিওর কারণে ট্রাম্পের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারের একাউন্ট ব্লক করে দিয়েছে। তবে পরে ভিডিও সরিয়ে ফেলার কথা উল্লেখ করে একাউন্ট চালু করা হয়েছে।

এদিকে বুধবার হোয়াইট হাউস ব্রিফিংয়ে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প নিজের বক্তব্য সমর্থন করে বলেন, আমি প্রতিরোধী অর্থে শিশুদের খুবই অসুস্থ হওয়ার বিষয়ে কথা বলছিলাম। আমি বুঝাতে চাইছি তারা খুব সহজেই করোনাকে ঝেড়ে ফেলতে পারে।

বেশ কয়েকটি গবেষণায় বলা হয়েছে, শিশুদের প্রাপ্তবয়স্কদের চেয়ে সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম এবং তাদের মধ্যে কেবলমাত্র হালকা লক্ষণ থাকার সম্ভাবনা বেশি। তবে তা প্রমাণ হয়নি। আর শিশুরা কার্যত কভিড-১৯ প্রতিরোধী হওয়ার মতো নয়।

এর আগে নানা সময়ে ট্রাম্পের রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য না মুছে দেয়ায় চাপের মুখে পড়ে ফেসবুক। এক্টিভিস্ট গ্রুপের সাথে এক হাজার বিজ্ঞাপনদাতা যুক্ত হয়ে ফেসবুকের প্রতি এ বিষয়ে চাপ তৈরি করে।

গত মাসে ফেসবুক ট্রাম্পের একটি বক্তব্য মুছে দিতে অস্বীকৃতি জানিয়েছিল। সেখানে ট্রাম্প দাবি করেন, মেইল- ইন-ভোটিং পদ্ধতির কারণে নির্বাচন সুষ্ঠু নাও হতে পারে।

ফেসবুক কর্তৃপক্ষ এ বক্তব্য মুছে দিতে অস্বীকৃতি জানানোয় এক্টিভিস্ট গ্রুপ ও বিজ্ঞাপনদাতাদের যৌথ আন্দোলন আরো তীব্র হয়। ইতোমধ্যে ফেববুক অনেক বিজ্ঞাপনও হারিয়ে ফেলে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //