যুক্তরাষ্ট্রে করোনায় দেড় লাখের বেশি মৃত্যু

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর সবচেয়ে বাজে পরিস্থিতি মোকাবেলা করছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে দেশটি দেড় লাখের বেশি মানুষ প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রতিদিন আক্রান্তের নতুন রেকর্ড করে চলছে উত্তর আমেরিকার দেশটি।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৪ লাখ ৩৩ হাজার ৪১০ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৫০ হাজার ৪৪৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ লাখ ৩৬ হাজার ৬০৩ জন। বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ২১ লাখ ৪৬ হাজার ৩৬৩। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৯ হাজার ১০০ জন।

সারাবিশ্বে ইতোমধ্যে এক কোটি ৬৬ লাখ ৫২ হাজার ৪৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এর মধ্যে ৬ লাখ ৫৬ হাজার ৬৭৮ জনের মৃত্যু হয়েছে। এক কোটি ২ লাখ ৪২ হাজার ৬৫৭ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //