করোনায় যুক্তরাষ্ট্রে আরো ১২৯৭ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে নতুন করে আরো ১ হাজার ২৯৭ জন প্রাণ হারিয়েছে। দেশটিতে করোনা ছড়িয়ে পড়ার পর থেকে এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ১ হাজার ৫৭৩ জনে দাঁড়ালো।

সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৯৮ হাজার ৭২৫ জন। আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৬ লাখ ২ হাজার ৫৫ জন। আরো ৪ লাখ ৯৮ হাজার ৭২৫ জন চিকিৎসাধীন থাকলেও তারা শঙ্কামুক্ত। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮ টা পর্যন্ত বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, মৃতের সংখ্যার দিক থেকে কভিড-১৯ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৭ লাখ ২০ হাজার ৬১৩ জনে দাঁড়িয়েছে।

করোনা মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ফলে, দেশটিতে মৃতের ও আক্রান্তের সংখ্যা অন্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি।

এদিকে, বিশ্বজুড়ে মোট আক্রান্তও লাফিয়ে বাড়ছে। বর্তমানে আক্রান্ত সংখ্যা ৫৮ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৯ হাজার মানুষের। সুস্থ হয়েছেন ২৪ লাখ ১৩ হাজার।-এএফপি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //