করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে মৃত ১ হাজার ১৬৯

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণে বৃহস্পতিবার এক হাজার ১৬৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট  মৃতের সংখ্যা প্রায় ছয় হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। 

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত দেশের তালিকায় এখন শীর্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত নিউইয়র্কে। অঙ্গরাজ্যটিতে মারা গেছে অন্তত ২ হাজার ৪৬৮ জন। যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের ৩৮ শতাংশই নিউইয়র্কের বাসিন্দা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৫ হাজার ৯১১।  একদিনে যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছে ৩০ হাজারের বেশি মানুষ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //