করোনা প্রতিরোধে মমতাজের ডাক

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়া, নিশ্বাস-প্রশ্বাস এবং হাঁচি-কাশি দেয়ার নিয়মগুলো গানে গানে তুলে ধরেছেন শিল্পী ও সাংসদ মমতাজ বেগম। 

ব্র্যাকের উদ্যোগের সঙ্গে একাত্ম কাজটি করেছেন তিনি। যা আজ মঙ্গলবার (৩১ মার্চ) উন্মুক্ত হবে।

মমতাজ বলেন, ‘বর্তমানে করোনাভাইরাসকে কেন্দ্র করে যে জাতীয় সংকট সৃষ্টি হয়েছে তা মোকাবিলায় এগিয়ে আসা আমাদের কর্তব্য। সাধারণ মানুষকে সম্ভাব্য সব উপায়ে সাহায্য করা আমাদের দায়িত্ব।’

ব্র্যাক জানায়, করোনাভাইরাস প্রতিরোধের এ কাজটিতে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় গান ‘বুকটা ফাইট্যা যায়’-এর সুর।

তাদের আশা, এটি মূল গানের মতোই জনমনে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হবে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষের মধ্যে সঠিক আচরণগুলো গড়ে তুলতে সহায়ক হবে।

কোভিড-১৯ মোকাবিলায় ব্র্যাক পরিচালিত জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমে ইতোমধ্যে যুক্ত হয়েছেন প্রখ্যাত বাউল শিল্পী কুদ্দুস বয়াতি। তার গাওয়া একটি গান উন্মুক্ত হওয়ার পরপরই সামাজিক ও গণযোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //