চট্টগ্রামের পাঁচ পত্রিকার প্রকাশনা ‘অনির্দিষ্টকাল’ বন্ধ

ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে মালিক-সম্পাদকের বাসা ঘেরাও কর্মসূচির পর চট্টগ্রামের পাঁচটি স্থানীয় দৈনিকের প্রকাশনা দুইদিন ধরে বন্ধ রয়েছে।

দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণ, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ, দৈনিক পূর্বদেশ ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত হয়নি।

মালিক-সম্পাদকরা অনির্দিষ্টকালের জন্য পত্রিকাগুলোর প্রকাশনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়ায় উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

করোনাভাইরাস মহামারির বিস্তার রুখতে গত মার্চের শেষে সারা দেশে লকডাউনের বিধিনিষেধ শুরু হলে চট্টগ্রামে সংবাদপত্রের বিক্রি কমে যায় প্রায় ৯০ শতাংশ। মে মাসের শেষে বিধিনিষেধ শিথিল হওয়ার পর বিক্রি কিছুটা বাড়লেও ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি পত্রিকাগুলো।

এর মধ্যে কয়েকটি পত্রিকার মালিকপক্ষ কোরবানির ঈদে অর্ধেক বোনাস দিলে সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। ঈদের আগে পুরো বেতন ও বোনাস দেওয়ার দাবিতে চট্টগ্রামের চারটি দৈনিকের মালিক-সম্পাদকের বাড়ি ঘেরাও কর্মসূচি দেয় সিইউজে। এর অংশ হিসেবে গত বুধবার সকালে নগরীর খলিফাপট্টি এলাকায় দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের বাসভবন ঘেরাও করে সমাবেশ করা হয় সংগঠনটির পক্ষ থেকে।

বুধবার রাতে চট্টগ্রামের পাঁচটি দৈনিকে কাজ হলেও গভীর রাতে চট্টগ্রামের পত্রিকা মালিক-সম্পাদকদের সংগঠন চট্টগ্রাম নিউজ পেপার এলায়েন্স সিদ্ধান্ত সেয়, পরদিন বৃহস্পতিবার থেকে পত্রিকা প্রকাশিত হবে না। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবারের পর শুক্রবারও চট্টগ্রামের ওই পাঁচটি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়নি।

গতকাল বৃহস্পতিবার সকালে দৈনিক পূর্বকোণ ও বিকালে দৈনিক পূর্বদেশ সম্পাদকের বাসভবন ঘেরাও কর্মসূচি থাকলেও পত্রিকা প্রকাশ না হওয়ায় সে কর্মসূচি পালিত হয়নি। আজ শুক্রবার থেকে সংবাদপত্রে ঈদের ছুটি শুরু হওয়ায় আগামী মঙ্গলবার পর্যন্ত পত্রিকা প্রকাশিত হবে না। এরপর কবে থেকে চট্টগ্রামের আঞ্চলিক দৈনিকগুলো প্রকাশিত হবে সে সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, সিইউজের পক্ষ থেকে আমার বাসা ঘেরাও কর্মসূচি দিয়েছে। বোনাসের দাবিতে সাংবাদিকদের এ ধরনের আন্দোলন কর্মসূচি এর আগে হয়েছে কি না সন্দেহ। আমার প্রতিষ্ঠানে কোনো গোলমাল থাকলে আমার সাথে কথা বলতে পারত। কিন্তু তা না করে ঘেরাও কর্মসূচি পালন করেছে। সিইউজের আজাদী ইউনিটের সাথে কথা বলে বেতন বোনাস দেয়া হয়েছে।

বাসার সামনে ওই সমাবেশ থেকে কটূক্তি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন। এসব কারণে পত্রিকা প্রকাশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে জানিয়ে এম এ মালেক আরো বলেন, অসম্মান নিয়ে পত্রিকা প্রকাশ করতে চাই না।

দৈনিক পূর্বদেশের মালিক সম্পাদক মুজিবুর রহমান বলেন, সংগঠনের সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য প্রকাশনা বন্ধ রেখেছেন তারা।  পত্রিকা প্রকাশের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, কোরবানির ঈদের ছুটির পর এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।

দৈনিক পূর্বকোণের প্রধান প্রতিবেদক নওশের আলী খান বলেন, কর্তৃপক্ষ কেন প্রকাশনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের কিছু জানানো হয়নি।

সংবাদকর্মীদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধ করে পত্রিকা প্রকাশনা অব্যাহত রাখার জন্য মালিকপক্ষের প্রতি আহ্বান জানান সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

তিনি আরো বলেন, ঈদের ছুটির পর সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সভা করে পরবর্তী কর্মসূচি দেয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //