রক্ত দিয়ে ফেরার সময় ২ সাংবাদিককে পেটালো পুলিশ

ক্যান্সার আক্রান্ত রোগীকে রক্ত দিয়ে ফেরার সময় রাজধানীর রূপনগর আবাসিক এলাকার মোড়ে দুই সাংবাদিককে পিটিয়েছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ৩টায় এ ঘটনা ঘটে।

আহত দুই সাংবাদিক হলেন শওকত হায়দার ও মো. জিহাদ। শওকত ইনিউজ একাত্তরের সম্পাদক এবং জিহাদ একই গণমাধ্যমের বিশেষ প্রতিবেদক।

মারধরের শিকার শওকত হায়দার বলেন, ‘রূপনগরের সুরক্ষা জেনারেল হাসপাতালে রক্ত দিয়ে আমি ও জিহাদ হেঁটে বাসায় ফিরছিলাম। রূপনগর মোড়ে লাজ ফার্মার কাছে আসার পর পুলিশ জিহাদকে ‘বাইরইচস ক্যা’ বলে বেধড়ক পেটাতে শুরু করে। জিহাদকে মারতে দেখে মোবাইলে ভিডিও করতে শুরু করি। তা দেখে আমাকেও মারতে শুরু করে তারা।’

তিনি বলেন, ‘বারবার সাংবাদিক পরিচয় দেয়ার পরও তারা মারধর বন্ধ করেননি। ১৫-২০ জন পুলিশ সদস্য ঝাঁপিয়ে পড়ে মারতে থাকে।’

ঘটনাস্থলে রূপনগর থানার পরিদর্শক (অপারেশন) মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলেছি। ওনারা হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //