করোনাভাইরাস মৃতের শরীরে কতক্ষণ বাঁচে?

করোনাভাইরাসে কেউ মারা গেলে তার লাশ স্পর্শ করতে চান না অনেকেই। তাই বিশ্বজুড়ে এক প্রশ্ন- মৃত ব্যক্তির শরীরে করোনাভাইরাস কতক্ষণ বাঁচে? 

ডব্লিউএইচও তাদের সর্বশেষ রিপোর্টে বলেছে, মারা যাওয়ার পর মানুষের শরীরে জীবাণুরা দীর্ঘ সময় জীবিত থাকে না।

থাইল্যান্ডের মেডিকেল সার্ভিসের মহাপরিচালক স্যামসাক আকাসিলিফ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, কোনো ব্যক্তি ভাইরাসে মারা যাওয়ার সাথে সাথে জীবাণুও মরে যায়। তাই অন্য ব্যক্তির শরীরে এটি সংক্রমণের সুযোগ কম।

আর এ নিয়ে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোজাহেরুল হক বলছেন অন্য কথা। দীর্ঘ সময় বিশ্ব স্বা্স্থ্য সংস্থার হয়ে দক্ষিণ এশিয়ায় কাজ করা এই চিকিৎসক মনে করেন, মৃত ব্যক্তির শরীরে এই ভাইরাস ৬ ঘণ্টা পর্যন্ত জীবিত থাকতে পারে।

বাংলাদেশে করোনার উপসর্গ নিয়ে কোনো ব্যক্তির মৃত্যুর পর পরীক্ষা নিয়েও প্রশ্ন ওঠেছে। বলা হচ্ছে, আইইডিসিআরের পরীক্ষার আগেই ওই লাশের শরীরে থাকা ভাইরাস মারা যেতে পারে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যখন মহামারিতে গণহারে মানুষ মারা যায় তখন লাশ পুড়িয়ে ফেলার চেয়ে কবর দেয়াই উত্তম।

তবে জনস্বার্থের জন্য গণকবর কোনো সুপারিশকৃত বিষয় নয়। এতে প্রচলিত সামাজিক গুরুত্বপূর্ণ আদর্শগুলো লঙ্ঘিত হতে পারে। তাই লাশ দাফনের সময় সামাজিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা দেখানো উচিত।

লাশ সৎকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রতি পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও। 

সংস্থাটি বলছে, পানির স্তর থেকে শূন্য দশমিক ৭ মিটার দূরত্বে হতে হবে কবরস্থান।

সূত্র: ভয়েস অব আমেরিকা

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //