মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয়করণের স্বপ্ন বহুদিন ধরে লালন করে আসছেন। মাধ্যমিক স্তরে যারা নিযুক্ত আছে তারা সবচেয়ে বেশি এগিয়ে। কারণ প্রাথমিকের পর মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ পরিকল্পনায় আসার কথা।

জাতির জনকের সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। এরপর মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের পালা। বেসরকারি শিক্ষকদের জাতীয়করণের দাবি আরো তীব্র হতে লাগল।

আমরা বেসরকারি শিক্ষকরা চেয়ে আছি সরকারের উচ্চ পর্যায়ের কর্তাব্যক্তির মুখের দিকে, কবে নাগাদ জাতীয়করণের এ মাহেন্দ্রক্ষণ এসে হাজির হয়। একই সিলেবাস পড়িয়ে একই যোগ্যতাসম্পন্ন হয়েও সম্মুখীন হতে হচ্ছে পাহাড়সম বৈষম্যের, যা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান জাতীয়করণ। মুজিব শতবর্ষে সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ এ বর্ষের শ্রেষ্ঠ অবদান হবে, আমরা সে প্রত্যাশাই করি।

মো. আবু তাহের মিয়া
সহকারী শিক্ষক, সাতদরগা দাখিল মাদ্রাসা, পীরগাছা, রংপুর

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : জাতীয়করণ

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //