যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়েই আলোচনা হবে না: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনার কথা উড়িয়ে দিয়েছেন। তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের যে নীতি ওয়াশিংটন গ্রহণ করেছে তাও ব্যর্থ হয়েছে।

খামেনি আজ মঙ্গলবার দেশটির রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে এ কথা বলেন। 

সৌদি আরবের তেল স্থাপনায় হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করার পর বৈরি এ দুদেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

খামেনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার অর্থ হবে ওয়াশিংটনের অযৌক্তিক চাপ প্রয়োগের নীতির কাছে আত্মসমর্পন করা। আলোচনায় বসলে ওয়াশিংটন তার দাবিদাওয়া ইরানের ওপর চাপিয়ে দেবে। তখন যুক্তরাষ্ট্র বলে বেড়াবে তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিকে কাজ হয়েছে।’

তিনি বলেন, ‘ইরানের সকল সরকারি কর্মকর্তা সর্বসম্মতভাবে বিশ্বাস করেন যে কোনো পর্যায়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না।’

তবে আলোচনার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি খামেনি। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ২০১৫ সালে স্বাক্ষরিত যে পরমাণু সমঝোতা থেকে গত বছর বেরিয়ে গেছে অনুশোচনা প্রকাশ করে তাতে যদি তারা ফিরে আসে তাহলে ওই সমঝোতার গঠন কাঠামোর আওতায় ওয়াশিংটনের সঙ্গে বহুপক্ষীয় আলোচনায় বসবে তেহরান। এর অন্যথায় নিউইয়র্ক বা অন্য কোথাও কোনো মার্কিন কর্মকর্তারা সঙ্গে ইরানের কোনো কর্মকর্তা আলোচনায় বসবেন না ‘

চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বৈঠকে বসতে পারেন বলে যখন পশ্চিমা গণমাধ্যমে ব্যাপক জল্পনা চলছে তখন এ কঠোর নীতি-অবস্থান ঘোষণা করলেন ইরানের সর্বোচ্চ নেতা। -এএফপি ও পার্সটুডে

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //