করোনায় হৃদযন্ত্রেও প্রভাব ফেলে

মহামারি করোনাভাইরাস (কভিড-১৯) এর নানারকম সম্ভাব্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত প্রভাব নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এটি নাকি মস্তিস্কের ওপরও প্রভাব ফেলে। কিন্তু এখন গবেষকরা বলছেন, কভিড-১৯ হয়তো হৃদযন্ত্রের ওপরও প্রভাব ফেলে।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণায় বলা হচ্ছে, প্রায় অর্ধেক কভিড-১৯ রোগীর হৃদযন্ত্রে তারা অস্বাভাবিকতা লক্ষ্য করেছেন। এদের মধ্যে ১৫ শতাংশের মধ্যে গুরুতর কার্ডিয়াক সমস্যা দেখা গেছে।

মোট ৬৯টি দেশের ১,২০০ মানুষের ওপর এই গবেষণা চালানো হয়েছিল। তবে কেবলমাত্র সবচেয়ে গুরুতর কভিড-১৯ রোগীদেরকেই এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে ৫ লাখ ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৬১০। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৫ লাখ ৮২ হাজার ৪২৬ জন।-বিবিসি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //