১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছে। 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আজ রবিবার (১৫ ডিসেম্বর) এই তালিকা প্রকাশ করেন। পাশাপাশি তিনি বীর মুক্তিযোদ্ধাদের একটি তালিকাও প্রকাশ করেছেন।

মহান বিজয় দিবসের প্রাক্কালে সচিবালয় সংলগ্ন সরকারি পরিবহন পুল ভবনের ছয়তলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন মন্ত্রী।

তিনি বলেন, রাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জনের তালিকা প্রকাশ করা হলো। এ তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। 

তিনি আরো বলেন, আমরা কোনো তালিকা তৈরি করছি না। পাকিস্তান সরকার কর্তৃক যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন ও যেসব পুরনো নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত ছিল সেটুকু প্রকাশ করেছি। তৎকালীন বিভিন্ন জেলার রেকর্ড রুম থেকে ও বিজি প্রেসে ছাপানো তালিকাও সংগ্রহের প্রচেষ্টা চলছে। যাচাই-বাচাই করে ধাপে-ধাপে আরো তালিকা প্রকাশ করা হবে।

এ সময় মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে অনেক রাজাকারের রেকর্ড সরিয়ে ফেলেছে। 

আরো পড়ুন:

রাজাকারদের তালিকা প্রকাশ আজ

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //