বার্সেলোনাকে ২-০ গোলে হারালো ভ্যালেন্সিয়া

ভালভার্দে যুগ সমাপ্তির পর সেতিয়েনের আমলে লিগা ও কোপা ডেল রে’তে টানা দুই জয়ের সঙ্গে মেসিদের ফুটবলে ফিরেছিল আগ্রাসী মনোভাব। 

ধারণা করা হচ্ছিলো সেতিয়েনের হাত ধরে বার্সা ফিরতে যাচ্ছে তাদের আসল চেহারায়। কিন্তু সব আশায় গুড়ে বালি ঢেলে দিল ভ্যালেন্সিয়া। নিজেদের মাঠে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়েছে তারা।

লা লিগায় ঘরের মাঠে প্রায় ১৩ বছর পর বার্সাকে হারাল ভ্যালেন্সিয়া। এর আগে  সর্বশেষ জয় পেয়েছিলো ২০০৭ সালের ফেব্রুয়ারিতে।

ভ্যালেন্সিয়ার কাছে এই জয়ের মাহাত্য আরো অনেক বড়। কেননা দীর্ঘদিন পর কাতালানদের বিপক্ষে লা লিগায় জয় পেয়েছে তারা। তাদের এই জয়ে একটি গোল আত্মঘাতী ও অন্য গোলটি ম্যাক্সি গোমেজের।

২-০ গোলের হারের পরও ম্যাচ সেরার পুরস্কার হাতে উঠে স্টেগানের হাতে। প্রথমার্ধে পেনাল্টি সেভ ছাড়াও আর একটি দুর্দান্ত সেভ ছিল বার্সেলোনা গোলরক্ষকের। 

ম্যাচের শুরুতেই ভ্যালেন্সিয়াকে পেনাল্টি 'উপহার' দেন জেরার্ড পিকে। জোস গায়াকে ফাউল করলে পেনাল্টি নির্দেশ দেন রেফারি। কিন্তু ম্যাক্মি গোমেজের নেয়া শট ঠেকিয়ে দেন স্টেগান। বিরতিতে যাওয়ার আগে আরো ভালো একটি সেভ দিয়েছেন তিনি। কিন্তু দ্বিতীয়ার্ধে ফিরে আর দেয়াল হয়ে থাকতে পারলেন না। গোমেজের নেয়া শট বার্সা ডিফেন্ডার আলবার গায়ে লেগে দিক পরিবর্তন করে জড়িয়ে যায় জালে। ৭৭ মিনিটে ২-০ করেন গোমেজই।

এই হারের পরও ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে। ২১ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে ভ্যালেন্সিয়া।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //