বঙ্গবন্ধুর নামে বাফুফের দায়সারা আয়োজন

বিদেশি দলগুলোর মান নেই, প্রচার নেই। এক র‌্যালিতেই সব শেষ। একেবারেই সাদামাটা উদ্বোধন। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা বলে মানুষকে বোকা বানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। 

বঙ্গবন্ধু গোল্ডকাপটি যেন হয়ে উঠেছে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের নিজেদের স্বার্থসিদ্ধির পাঁয়তারার এক কৌশল- এমনটাই মনে করেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশনের সভাপতি তরফদার মোহাম্মদ রুহুল আমিন। 

বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজন নিয়ে এক সংবাদ সম্মেলনে বাফুফে কর্তাদের একহাত নিয়ে রুহুল আমিন বলেন, ‘বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তি নন, একটি ইনস্টিটিউট। উনার নামে এমন আয়োজনে হতাশ দেশবাসী।’ 

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু না থাকলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে কোনো ভূখণ্ড থাকত না। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী চলছে। ফুটবলের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট দিয়ে বিশেষ এ বছরের কার্যক্রমের শুরু হয়েছে। এমন টুর্নামেন্টে নিচুমানের ও অপরিচিত দল এনে বাফুফের দায়সারা আয়োজন সত্যিই হতাশাজনক।’

‘বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট’ দেশের ফুটবলের সবচেয়ে বড় আয়োজন। বাফুফের মতো প্রতিষ্ঠান হয়েও এমন টুর্নামেন্ট আয়োজনে মুন্সিয়ানা দেখাতে ব্যর্থ হয়েছে। অথচ চট্টগ্রাম আবাহনী একটি ক্লাব হলেও ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ’ আয়োজন করে দেশব্যাপী আলোড়নের সৃষ্টি করেছে। মরা ফুটবলে প্রাণের সঞ্চার করেছে, ফুটবলবিমুখ জাতিকে মাঠে ফিরিয়ে এনেছে। 

এ প্রসঙ্গে তরফদার রুহুল আমিন বলেন, ‘গত বছরের শেষ দিকে আমরা শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট আয়োজন করেছি। একটি সফল আয়োজন ছিল সেটি। গ্যালারি ছিল দর্শকপূর্ণ। উন্নতমানের ক্লাবগুলো খেলে গেছে। ফুটবলের মানও ছিল বেশ উন্নত। একটি ক্লাব (চট্টগ্রাম আবাহনী) যদি এমন আয়োজন করতে পারে, তাহলে বঙ্গবন্ধু গোল্ডকাপের মান নিয়ে আপসহীন নয় কেন বাফুফে।’

বঙ্গবন্ধু গোল্ডকাপের আয়োজনে যেমন গুরুত্ব দেয়া হয়নি, তেমনি জাতীয় দলের প্রস্তুতিতেও নজর রাখা হয়নি। এ ব্যাপারে রুহুল আমিন বলেন, ‘এমন সময় বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজন করা হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়রা এসএ গেমস, ফেডারেশন কাপ খেলে ক্লান্ত। মাঠের পারফরম্যান্সে খেলোয়াড়দের ক্লান্তির ছাপ দেখা গেছে। জাতীয় দলের প্রস্তুতিও ঠিকমতো হয়নি। বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরুর মাত্র সাতদিন আগে কোচ জেমি ডে ক্যাম্পে যোগ দিয়েছেন।’

সামনে বাফুফের নির্বাচন। এ নিয়েই তোড়জোড় শুরু করেছেন বাফুফের কর্তারা। নির্বাচন নিয়ে তরফদারের কথা, ‘আমাকে ক্লাব ও জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাফুফের সভাপতি পদে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে। নির্বাচিত হলে ফুটবলের মান উন্নয়নে কাজ করব। ফুটবলের ভিত্তি তৈরি করে উন্নয়নের দিকে নজর রাখব। গেল ১২ বছরে ফুটবলকে তলানিতে নিয়ে গেছে বর্তমান কমিটি। ১৪২-১৪৩ র‌্যাংকিংয়ে থাকা অবস্থায় বর্তমান কমিটি ক্ষমতায় আসে। কিন্তু বর্তমানে ১৮৭ তে অবস্থান করছে বাংলাদেশের ফুটবল। এটা কিসের লক্ষণ?’ 

শুক্রবার শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএল (ক্রিকেট) টুর্নামেন্টের সফল সমাপ্তিতে বিসিবি মুন্সিয়ানা দেখালেও বঙ্গবন্ধু গোল্ডকাপে বাফুফে তার সিকিভাগও দেখাতে পারেনি বলে জানান রুহুল আমিন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //