রোনালদোর হ্যাটট্রিকে উড়ে গেল লিথুনিয়া

২০২০ ইউরো বাছাইপর্বে ‘বি’ গ্রুপের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে উড়ে গেছে লিথুনিয়া।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা ৬-০ গোলে জয় পায়। 

ম্যাচের সপ্তম মিনিটে রোনালদোর স্পট কিক থেকে এগিয়ে যায় পর্তুগাল। ২২তম মিনিটে রোনালদোর গোলেই ব্যবধান দ্বিগুণ হয়।

দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে লিথুয়ানিয়ার জালে আরো দুই গোল করে স্বাগতিকরা। ৫২তম মিনিটে আফোনসো ফার্নান্দেস এবং চার মিনিট পর গনসালো পাসিয়েনসিয়ার নিখুঁত শটে স্কোরলাইন ৪-০ হয়।

৬৩তম মিনিটে গোল করেন সিলভা। দুই মিনিট পর তার তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। জাতীয় দলের হয়ে তারকা এই ফরোয়ার্ডের গোল হলো ৯৮টি।

অনেক আগে থেকেই পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো আরেকটি রেকর্ডের পথেও ছুটছেন দারুণ গতিতে। আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা ইরানের আলি দাইয়ের (১০৯টি) থেকে আর মাত্র ১১ গোল দূরে তিনি।

দুর্দান্ত এই জয়ে ‘বি’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে পর্তুগাল। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ইউক্রেন। আর ১৩ পয়েন্ট নিয়ে পর্তুগালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সার্বিয়া।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //