আজ থেকে ৪০ প্রেক্ষাগৃহে ‘হুল্লোড়’

সোহম-শ্রাবন্তী অভিনীত কলকাতার চলচ্চিত্র ‘হুল্লোড়’ বাংলাদেশের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আজ(২৪ জানুয়ারি)।  

অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে এনেছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক বাদল খবরটি নিশ্চিত করেছেন।

কলকাতার আগেই বাংলাদেশে সিনেমাটির মুক্তি প্রসঙ্গে সেলিম খান বলেন, প্রথমে একই দিনে মুক্তির কথা ছিল। তবে কলকাতা এটি পিছিয়ে ৭ ফেব্রুয়ারি নিয়েছে। এই প্রথম এমন ঘটনা ঘটছে। কলকাতায় মুক্তির আগেই আমরা বাংলাদেশে মুক্তি দিতে যাচ্ছি সিনেমা, যা আগে হয়নি।

এ সিনেমার গল্পজুড়ে দেখানো হয়েছে উত্তর ও দক্ষিণ কলকাতার লড়াই। সোহম ও শ্রাবন্তী দক্ষিণ কলকাতার বাসিন্দা, ওম ও দর্শনা উত্তর কলকাতার। সোহম ঘরজামাই। এগিয়ে যায় সিনেমার গল্প।

সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে ‘হুল্লোড়’ আসার বিপরীতে পশ্চিমবঙ্গে যাচ্ছে শাপলা মিডিয়া প্রযোজিত শাকিব-বুবলী জুটির ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //