শুরু হলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯

ফের শুরু হচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯ এর তৃতীয় আসর। ৫ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতাটির বাংলাদেশ পর্বের অডিশনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। 
সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দেয়া হল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর তৃতীয় আসরের ঘোষণা দেয়া হয়। এবারের আয়োজক হিসেবে থাকছেন অমিকন। এর আগে দু’বার অন্তর শোবিজ আয়োজক হিসেবে থাকলেও এবার প্রতিষ্ঠানটি নেই। 
জানা গেছে, আগামী ৪ অক্টোবর এ প্রতিযোগিতার গালা রাউন্ড অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ লন্ডনে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় অবিবাহিত ১৭-২৭ বছর বয়সী প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি হতে হবে। 
উল্লেখ্য, প্রথমবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছিলেন জেসিয়া ইসলাম ও দ্বিতীয়বার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হন জান্নাতুল ফেরদৌস ঐশী।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //