৩০২৩ প্রতিষ্ঠানের সবাই পাস, ১০৪টিতে সবাই ফেল

এবার মাধ্যমিক (এসএসসি ও সমমানের) পরীক্ষায় তিন হাজার ২৩ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। আর ১০৪ প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে। 

চলতি বছরের এসএসসি পরীক্ষার ঘোষিত ফল থেকে এমন তথ্য জানা গেছে। আজ রবিবার (৩১ মে) সকাল ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভের মাধ্যমে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

শতভাগ পাশ করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের চেয়ে বেড়েছে। গত বছর যা ছিল দুই হাজার ৫৮৩টি। অপরদিকে শূন্য শতাংশ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। গত বছর যা ছিল ১০৭টি।

শতভাগ পাস করা প্রতিষ্ঠান বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এটা একটা ভালো দিক যে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, এ বছর শূন্য শতাংশ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১০৪টি, গত বছর যা ছিল ১০৭টি। কমেছে তিনটি। এটা ভালো খবর। 

শূন্য শতাংশ পাস প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তিনি আরো বলেন, ওই সব প্রতিষ্ঠান কেন ফল খারাপ করল সেসব বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

মাধ্যমিক স্তরের এবারের সমাপনী পরীক্ষায় এবার ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //