শিক্ষকদের বেতনবৈষম্যের খবর নিতে মাউশিতে শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বেতনবৈষম্য, পদ সৃষ্টি, পদোন্নতি ও পদসোপানের বিষয়ে খোঁজ-খবর নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কাউকে কিছু না জানিয়ে এ কার্যালয় পরিদর্শনে যান। একইসঙ্গে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের নতুন পদ সৃষ্টি ও পদোন্নতির বিষয়ে খোঁজ-খবরও নেন তিনি।

মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই সকালে শিক্ষামন্ত্রী মাউশিতে এসেছিলেন। মন্ত্রী প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। মন্ত্রী শিক্ষকদের পদ সৃষ্টি, পদোন্নতি ও পদসোপানের বিষয়ে জানতে চান। মন্ত্রীর কাছে সেসব বিষয় তুলে ধরা হয়। শিক্ষকদের যেসব সমস্যা রয়েছে, তা দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে ফের মন্ত্রী মাউশিতে আসবেন তিনি।

প্রসঙ্গত, সরকারি কলেজে শিক্ষক সংকট দূরীকরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২০১৫ সালে সাড়ে ১২ হাজার শিক্ষকের পদ সৃষ্টির প্রস্তাব পাঠানো হয়। ২০১৫ সালে জাতীয় বেতন স্কেল ঘোষণার পর বেতনবৈষম্য নিরসনে জাতীয় কমিটির সুপারিশ অনুযায়ী ১০০ দিনের মধ্যে পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন করার কথা; কিন্তু চার বছর পেরিয়ে গেলেও ওই ফাইল অনুমোদন হয়নি। এ নিয়ে শিক্ষকদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //