কুমিল্লা মেডিকেলে করোনায় ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।

এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন দুইজন ও করোনার উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশি নিয়ে তিনজন মারা গেছেন। মৃতদের মধে তিনজন পরুষ ও দুইজন নারী।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা পজিটিভ হয়ে মারা গেছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ গ্রামের হাজরা বেগম (৬২) ও চৌদ্দগ্রাম উপজেলা নুরুল আমিন ( ৬০)। আর উপসর্গ নিয়ে মারা গেছেন কুমিল্লার মনোহরগঞ্জের জসিম উদ্দিন (৫৫), সদর উপজেলার জাহানারা বেগম (৬৫) ও বরুরা উপজেলার শফিকুর রহমান (৬০)।

বর্তমানে এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩৭ জন, কভিড ওয়ার্ডে ৭১ জন ও আইসিইউতে ১৮ জন ভর্তি আছেন। জেলায় এই পর্যন্ত করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫০ জন। বর্তমানে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ১২৬ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুসারে, জেলায় বর্তমানে করোনা পজিটিভের সংখ্যা ৫ হাজার ৮২৩ জন। এ পর্যন্ত সুস্হ হয়েছেন ৪ হাজার ৩৫৮ জন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //