পাহাড় ঝিরি পেরিয়ে ত্রাণ পৌঁছে দিলো সেনাবাহিনী

ঈদ পরবর্তী সময়ে দরিদ্র ও পাহাড়ে বসবাসরত প্রান্তিক মানুষদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২৯ মে) সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে বাঘাইহাট এর দুইটিলা এবং মাসালং এলাকায় বসবাসরত সাধারণ মানুষের এ সহায়তা প্রদান করা হয়।

দুর্গম ও প্রত্যন্ত এলাকায় হওয়ায় সাহায্য পাঠানো বেশ কঠিন ও কষ্টসাধ্য একটি ব্যাপার। তাই সেনা সদস্যরা নিজেরায় বহন করে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেয়। 

এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে চাল, আটা, আলু, ডাল, পেঁয়াজ, তেল, লবণ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেয়া হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //