সুনামগঞ্জে চিকিৎসক-পুলিশসহ করোনা আক্রান্ত আরো ১৮

সুনামগঞ্জে চিকিৎসক ও পুলিশসহ নতুন করে আরো ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (২৮ মে) রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাবে ১৮ জনের নমুনার ফলাফল পজেটিভ আসে। 

নতুন আক্রান্তদের মধ্যে পুলিশ সদস্য চারজন, ছাতক উপজেলায় এক চিকিৎসকসহ ছয়জন, দোয়ারাবাজার উপজেলায় চারজন, তাহিরপুর উপজেলায় একজন, সুনামগঞ্জ সদর উপজেলায় দুইজন ও জগন্নাথপুর উপজেলায় একজন রয়েছেন।

শাবিপ্রবি ল্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার নতুন নমুনা ১৬৮টি ও পুরাতন দুইটিসহ ১৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮টির ফলাফল পজেটিভ আসে।

এই তথ্য নিশ্চিত করেছেন শাবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয়।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামস উদ্দিন জানান,পুলিশ সদস্যদের সুনামগঞ্জ পুলিশ লাইন্স হাসপাতালে, চিকিৎসককে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ কোয়ার্টারে ও অন্যদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হবে।

এ পর্যন্ত ১৭ পুলিশ সদস্যসহ সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //