বাগেরহাটে খাদ্যসামগ্রী ও ওষুধ বিতরণ

করোনাভাইরাসের কারণে সবাই সরকার ঘোষিত সামাজিক দূরত্ব বিধিবিধান প্রতি পালন করছেন। এতে সব থেকে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ।

এই পরিস্থিতিতে খেটে খাওয়া দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বাগেরহাটের লতিফ মাস্টার ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে হতদরিদ্র অসহায় ও শ্রমজীবী পরিবারের মাঝে খাদ্য ও ঔষধ বিতরণ করা হয়েছে।

বাগেরহাট জেলায় এ পর্যন্ত এক হাজার দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে লতিফ মাস্টার ফাউন্ডেশন।
 
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রফিকুল ইসলাম জগলুর অর্থায়ন করেন।

গরীব অসহায় দুঃস্থদের মাঝে ভাইরাস প্রতিরোধের প্রাথমিক ওষুধ, মাস্ক, সাবান,  চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজসহ নিত্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ফাউন্ডেশন কর্মকর্তা বোরহান উদ্দিন, জুয়েল, শহিদুল ইসলাম, নুর ইসলাম, আনসার সরদার, মুকুল সরদার, শরিফ মোস্তফা জামান লিটু, আসাদুজ্জামান জুয়েল, শামিম বেগ, আজাদ প্রমুখ ।

লতিফ ফাউন্ডেশনের সভাপতি হালিমা বেগম জানান, বাগেরহাট পৌরসভা ও বাগেরহাট সদর উপজেলার বেশ কিছু ইউনিয়নে এ পর্যন্ত এক হাজার দুস্থ পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়েছে।

আগামীতে পর্যায়ক্রমে  বাগেরহাটে জেলার বিভিন্ন উপজেলায় এ ত্রাণ দেওয়া অব্যাহত থাকবে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //