করোনা: কোন জেলায় কতজন আক্রান্ত

দেশে নতুন করে আরো ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

শুক্রবার এক অনলাইন ব্রিফিংয়ে তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেননি। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ৬১। মৃত্যুবরণ করেছেন ৬ জন ও সুস্থ হয়েছেন ২৬ জন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) আক্রান্ত ৬১ জনের জনের তথ্য প্রকাশ করে। এতে দেখা যায়, ৮ জেলায় আক্রান্ত রোগীর শনাক্ত করা হয়েছে। এরমধ্যে সর্বাধিক ৩৬ জন রাজধানী ঢাকাতে। মাদারীপুরে ১০ জন।

৬ জন করোনায় আক্রান্তের তথ্য পাওয়া গেছে নারায়ণগঞ্জে। ৪ জন আক্রান্ত হয়েছেন উত্তরের জেলা গাইবান্ধায়। আর একজন করে রোগী শনাক্ত হয়েছেন রংপুর, গাজীপুর, কুমিল্লা ও কক্সবাজারে। 

এদিকে, সর্বশেষ চট্টগ্রামে শুক্রবার রাতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //