শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান বলেছেন,শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা মন শরীর ভাল রাখে। খেলাধুলার মাধ্যমে একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ  সম্পর্ক তৈরি হয়। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে হবে।

রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় সুনামগঞ্জ বালিকা উচ্চ  বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাওরাঞ্চলের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ নজর আছে তাই সে অনুযায়ী কাজ করছেন। কোনো অপপ্রচার চালিয়ে লাভ হবে না। 

শিক্ষার্থীদের উদ্দেশে  তিনি বলেনতোমরা সঠিক আর ন্যায়ের পথে থেকে সঠিক ইতিহাস জেনে দেশ গঠনে এগিয়ে যাবে।     

অনুষ্ঠানে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ্, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জনাব নুরুল হুদা মুকুট,জেলা প্রশাসক, সুনামগঞ্জ এর রুটিন দায়িত্বরত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোহাম্মদ শরীফুল ইসলাম, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান, পিপিএম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র জনাব নাদের বখ্‌ত প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //