বাগেরহাটে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে র‌্যালি

উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (দ্বিতীয় পর্যায়ে) প্রকল্প একনেকে অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাগেরহাটে র‌্যালি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) সকালে বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নেতৃত্বে বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়।

কৃতজ্ঞতা জানিয়ে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেন বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ শেখ মো. মনিরুজ্জামান। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ শেখ মো. মনিরুজ্জামান বলেন, একটা দেশের উন্নয়নের জন্য সব থেকে বেশি প্রয়োজন দক্ষ জনশক্তি। দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (দ্বিতীয় পর্যায়ে) প্রকল্পে সরকার ৩২৯ টি প্রতিষ্ঠান করার উদ্যোগ নিয়েছে আমরা এটাকে সাদুবাদ জানাই। সরকারের এ যুগোপযোগী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রীকে বাগেরহাটের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //