জায়েদ খানকে বয়কট করবে ১৭ সংগঠন

চলচ্চিত্রের ‘স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭টি সংগঠন চিত্রনায়ক-প্রযোজক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কটের কথা ভাবছে। 

আজ (১৪ জুলাই) বিকাল ৪টায় প্রযোজক সমিতির কার্যালয়ে ১৭ সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

মূলত সংগঠনের স্বার্থ-বিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। বিষয়টি একাধিকবার সামনে আসায় চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পক্ষ থেকে গতকাল সোমবার (১৩ জুলাই) তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

জানা যায়, ১৭ সংগঠনের নেতারা সিদ্ধান্ত নিয়েছেন, তার (জায়েদ খানের)  বক্তব্য সন্তোষজনক না পাওয়া পর্যন্ত তাকে বয়কট করা হবে, পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরকেও সাবধান করে চিঠি দেয়া হবে। 

এ বিষয়ে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমাদের সবার জন্য প্রযোজক সমিতি একটি নীতিমালা করেছে। সেটা যারা প্রতিহত করার চেষ্টা করবে বা মানবে না তাদের বয়কট করা হবে। শুধু একজন (জায়েদ) নয়, এটা একাধিক ব্যক্তির জন্যও প্রযোজ্য। আগামীকাল (১৫ জুলাই) দুপুর ১টায় আমরা একটি সংবাদ সম্মেলন করছি। সেখানে বিস্তারিত জানাবো।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //