করোনায় উদযাপিত হচ্ছে না জাতীয় চলচ্চিত্র দিবস

জাতীয় চলচ্চিত্র দিবস আজ।  ২০১২ সালের ৩ এপ্রিল থেকে টানা আট বছর ধরে নিয়মিত পালিত হয়ে আসছে দিবসটি। এবার করোনা পরিস্থিতির কারণে অঘোষিতভাবে বাতিল হয়ে গেছে দিবসের কার্যক্রম। 

প্রতিবছর এ দিন এফডিসিকে সাজানো হয় ব্যানার-ফেস্টুন দিয়ে। সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, তারকারা আসেন। বাদ যায়নি সরকারি কর্মকর্তারাও। অংশ নেন উদ্বোধনী অনুষ্ঠানে। কিন্তু এবছর দেশের এই ক্রান্তি লগ্নে সব আয়োজন বন্ধ রাখা হয়েছে।

এ পরিস্থিতি স্বাভাবিক হলেই পরবর্তীতে নির্দিষ্ট একটা সময় দিবসটি উদযাপন করা হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

তিনি বলেন, আয়োজন ছাড়াই অতি সাধারণভাবে দিবসটি পালনের ইচ্ছে ছিলো, ঐতিহ্য ধরে রাখার জন্য। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে আপাতত সব ধরনের আয়োজন বন্ধ রাখতে বলা হয়েছে। তাই আজ (৩ এপ্রিল) আর নিয়ম রক্ষাও হচ্ছে না। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //