অসহায়দের পাশে সাইমন সাদিক

অসচ্ছল, অসহায় ও করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালেন চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি ৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী ও  নিত্যপ্রয়োজনীয় পণ্য দেয়ার ব্যবস্থা করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) থেকে ঢাকা ও এর আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবেন তিনি। অসচ্ছল মানুষদের কাছে পৌঁছে দেবেন চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, লবণ ও সাবান।

ফেসবুক স্ট্যাটাসে সাইমন লেখেন, ‘আমি মধ্যবিত্ত, আমার সামর্থ্য আমি জানি। মন চায় খেটে খাওয়া মানুষদের জন্য অনেক কিছু করি। সাধ আছে, সামর্থ্য কম। ঐ যে মধ্যবিত্ত, সেখানেই আটকে যাই!

তিনি আরো লেখেন ‘আমার যতটুকু সামর্থ্য আছে, তাকে পুঁজি করে আমার কাছের কিছু বড় ভাই এবং বন্ধুদের সহযোগিতায় চেষ্টা করেছি কিছু খেটে খাওয়া মানুষকে সহযোগিতা করার। আমার মতো আপনিও হয়তো একা পারবেন না, কিন্তু আপনারও তো কিছু কাছের ভাই ও বন্ধু আছেন। যাদের কল্যাণে আমাদের পাশের খেটে খাওয়া মানুষদের অন্তত ৪ থেকে ৫ দিনের নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাবারের ব্যবস্থা হবে’।

সবশেষে তিনি লেখেন, ‘এই করোনা ভাইরাস ইনশাআল্লাহ্‌ থাকবে না, থাকবে আমাদের কর্ম। মনে পাবো শান্তি। তাই আসুন আমরা যার যার জায়গা থেকে যতোটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিই, এই সাধারণ মানুষদের জন্য। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।’

২০১২ সালে পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত জ্বী হুজুর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে সাইমনের। এরপর পোড়ামন, মাতাল, আনন্দ অশ্রু, নদীর বুকে চাঁদসহ অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //