‘ইতি, তোমারই ঢাকা’ ১৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আজ

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ইতি, তোমারই ঢাকা’ ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আজ। 

এ চলচ্চিত্রের মূল বিষয় বাংলাদেশের রাজধানী ঢাকা। এতে ওঠে এসেছে ঢাকার নিম্নবিত্ত মানুষের জীবনযাপন, তাদের সংগ্রাম, বেঁচে থাকার নিরন্তর যুদ্ধচিত্র এবং তরুণ-তরুণীদের নানাবিধ সংকটের গল্প। সেই সঙ্গে ঢাকার নিজস্ব সংস্কৃতিও থাকছে। 

গত বছরের অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বুসান চলচ্চিত্র উৎসবে বিশ্বপ্রিমিয়ার হয়। এরপর এক বছর ধরে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। 

ইমপ্রেস টেলিফিল্মের পরিবেশনায় ‘ইতি তোমারই ঢাকা’ ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), বলাকা, মধুমিতা, শ্যামলী ও যমুনা ব্লকবাস্টারে প্রদর্শিত হবে। 

ঢাকার বাইরে- সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), পূরবী (ময়মনসিংহ), নিহার (যশোর), চন্দ্রিমা (শ্রীপুর), বর্ষা (জয়দেবপুর), মম ইন (বগুড়া), শঙ্খ (খুলনা), শাপলা (রংপুর), রূপকথা (পাবনা), মডার্ন (দিনাজপুর) এবং বনলতায় (ফরিদপুর) প্রদর্শিত হবে।

ঢাকা শহরের ১১টি গল্প নিয়ে ১১ জন নির্মাতার ছবি ‘ইতি, তোমারই ঢাকা’।  

নির্মাতারা হলেন- গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিম নূর ও তানভীর আহসান।  


‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন অর্ধ শতাধিক জনপ্রিয় তারকা মুখ। তারা হলেন- ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, নুসরাত ইমরোজ তিশা, শ্যামল মাওলা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, ইয়াশ রোহান, রওনক হাসান, শেহতাজসহ আরো অনেকে।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //