নিজেই যেভাবে করোনাভাইরাসের উপসর্গ পরীক্ষা করবেন

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। অন্যদিকে তার সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যাও বেড়ে চলছে। তাই এ সময়ে দেশের সব মানুষকে নিজের জায়গা থেকে সচেতন থাকতে হবে। এবংনিজেই উদ্যোগী হয়ে দেরি না করে করোনাভাইরাসের উপসর্গ পরীক্ষা করুন।

সাম্প্রতিক দেশকালের পাঠকদের জন্য নিচে কিছু স্ব-মূল্যায়ন সরঞ্জাম দেয়া হয়েছে যা আপনাকে করোনাভাইরাসের (কভিড-১৯) জন্য পরীক্ষার প্রয়োজন রয়েছে কিনা তা নির্ধারণ করতে সহায়তা করতে পারে। এর মাধ্যমে আপনি নিজে বা কেউ যদি করোনা পরীক্ষা না করাতে পারেন, তার জন্যও মূল্যায়নটি সম্পন্ন করতে পারেন।

আপনি কি নিম্নে উল্লেখিত কোনো সমস্যায় ভুগছেন?
▪ গুরুতর শ্বাসজনিত সমস্যা
▪ গুরুতর বুক ব্যথা
▪ ঘুম থেকে উঠতে কষ্ট অনুভব করা
▪ বিভ্রান্ত অনূভব করা
▪ জ্ঞান হারানো

যদি হ্যাঁ হয়; তাহলে আপনার করোনাভাইরাস পরীক্ষা করা দরকার। আপনি যদি অন্যান্য উপসর্গ অনুভব করে থাকেন এবং পরীক্ষা করাতে চান তাহলে নিচে উল্লেখিত আইইডিসিআর’র যেকোনো হটলাইন নম্বরে কল করুন।

01401184551, 01401184554, 01401184555, 01401184556, 01401184559, 01401184560, 01401184563, 01401184568, 01927711784, 01927711785, 01937000011, 01937110011

মনে রাখবেন- করোনাভাইরাস সংক্রমণের চলমান এ সংকটে স্ব-পর্যবেক্ষণ জরুরি। জ্বর, কাশি, হাঁচি বা গলা ব্যথার মতো কোনো উপসর্গ দেখা দিলে আপনি উপরে উল্লেখিত স্ব-মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করতে পারেন।

কার করোনাভাইরাস পরীক্ষা করা উচিত?
শ্বাস-প্রশ্বাস সমস্যায় লক্ষণযুক্ত মানুষেরা যাদের:
▪ হাসপাতালে ভর্তি বা হাসপাতালে ভর্তির সম্ভাবনা রয়েছে
▪ স্বাস্থ্যকর্মীরা
▪ ভাইরাস প্রাদুর্ভাবের তদন্ত কাজের সাথে সংশ্লিষ্টরা।

যাদের করোনাভাইরাসের পরীক্ষার প্রয়োজন নেই?
▪ যাদের করোনাভাইরাসের লক্ষণ নেই
▪ হালকা শ্বাস-প্রশ্বাস সমস্যর লক্ষণযুক্ত রোগীরা যারা নিজ বাড়িতেই কোয়ারেন্টিনে থাকতে পারবেন।
জ্বর,হাঁচি-কাশি,গলা ব্যথা বা শ্বাসকষ্ট রয়েছে এমন যে কাউকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিন বা সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

বি:দ্র: ঘরের বাইরে থাকার সময় ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে ঘন ঘন হাত ধুয়ে ফেলুন এবং অন্যের থেকে কমপক্ষে ২ মিটার দূরত্ব বজায় রাখুন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //