করোনা পরিস্থিতিতে রিভার্স সুইং না করানোর পরামর্শ

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে বায়ো-সুরক্ষিত প্রথম টেস্ট যদি কোনো সূচক হয় তবে বিশ্বজুড়ে পেস বোলারদের আপাতত রিভার্স সুইংয়ের কথা ভুলে যাওয়া উচিত বলে মনে করছেন বিশেজ্ঞদের৷

রবিবার সাউদাম্পটনে শেষ হয়েছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট৷ করোনা পরিস্থিতিতে এটাই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ৷ ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় উইন্ডিজ৷ ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েল৷ তবে এই টেস্টে বিশেষ সুবিধা করতে পারেননি জেমন অ্যান্ডারসন৷ বিশ্বসেরা বোলার দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩টি উইকেট নেন জিমি৷

এই সিরিজের আগেই কভিড-১৯ সংক্রমণের রুখতে বলে লালা ব্যবহার জ্বলজ্বলে করার জন্য লালা ব্যবহার নিষিদ্ধ করেছে আইসিসি। এর ফলে বল রিভার্স সুইং হচ্ছে না বলেও মনে করেন ভারতের দুই প্রাক্তন সুইং বোলার ইরফান পাঠান ও আশিস নেহেরা৷

নেহরার মতে, অ্যান্ডারসন নিয়মিতভাবে দীর্ঘ স্পেলে বোলিংয়ের করে থাকে, কিন্তু কভিড-১৯ অতিমহামারির মধ্যে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে লালা ব্যবহার না-করা৷ সেই কারণে কিছুটা হলেও বলের সুইংয়ে সমস্যা হচ্ছিল।

সোমবার পিপিআইকে নেহরা জানান, জিমি অ্যান্ডারসন অনেক সময় ছোট স্পেলে বোলিং করতেন৷ তিনি কখনো এতো ছোট স্পেল বোলিং করেননি। কারণ ডিউকস বলটি সুই করছিল না৷ তখন পিচকে ব্যবহারের চেষ্টা করেছিল কিন্তু উইন্ডিজ ব্যাটসম্যানরা সহজেই তা সহজেই খেলে দেয়৷

ভারতের বাঁ-হাতি পেসার আরো বলেন, খুব বেশি ঘাম না-হলে লালা ব্যবহার করতে না-পারলে সমস্যা হবে। অ্যান্ডারসনের শক্তি হলো পিচের বাউন্স ব্যবহার করে বল সুইং করানো৷ যার ক্যাচগুলি স্লিপে যায়। কিন্তু সুইং বন্ধ হয়ে গেলে সমস্যা হবে৷

উজ্জ্বল রোদে পঞ্চম দিনে মার্ক উড এবং জোফরা আর্চারের বোল দেখার পরে, ভারতের আর এক বাঁ-হাতি পেসার ইরফান পাঠান মনে করেন যে কিছু সময়ের জন্য, বোলারদের পুরানো বলে রিভার্স সুইং করা আপাতত ভুলে যাওয়া উচিত।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //