বিশ্ব রেকর্ড গড়লেন তৌহিদ হৃদয়

বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের তরুণ ও উদীয়মান ক্রিকেটার তৌহিদ হৃদয়। শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে এ রেকর্ড গড়লেন তিনি।

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেটে আর কোনো ব্যাটসম্যান টানা তিনটি সেঞ্চুরির দেখা পাননি। লঙ্কানদের বিপক্ষে সিরিজের তৃতীয়, চতুর্থ আর পঞ্চম ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়ে হৃদয় এখন বিশ্ব রেকর্ডের মালিক। চলতি সিরিজে লঙ্কানদের বিপক্ষে হৃদয়ের টানা তিনটি সেঞ্চুরির ইনিংস ১২৩*, ১১৫ এবং ১১১।

এর আগে ২০০৪ সালে বাংলাদেশ সফরে এসে ইংল্যান্ডের স্যার অ্যালিস্টার কুক টানা দুটি সেঞ্চুরি করেছিলেন। সেটিই ছিল টানা দুই ইনিংসে দুই সেঞ্চুরির প্রথম কীর্তি। এরপর ভারতের গৌরব ধিমান, উন্মুখ চাঁদ, শুভমন গিল, পাকিস্তানের সামি আসলাম, দক্ষিণ আফ্রিকার আইডেন মার্কারাম, জ্যাকসন বার্ড, শ্রীলঙ্কার আভিস্কা ফার্নান্দো টানা দুই ইনিংসে দুটি করে সেঞ্চুরি করেছিলেন। ২০১৪ সালে না ফেরার দেশে চলে যাওয়া অস্ট্রেলিয়ার ওপেনার ফিল হিউজ ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে টানা দুই ইনিংসে দুই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। 

খুলনায় প্রথম ম্যাচটি পরিত্যক্ত হলে গত ১১ নভেম্বর দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়ায়। সিরিজের দ্বিতীয় ম্যাচে খুলনায় হৃদয় করেন অপরাজিত ৮২ রান। বাংলাদেশ সেই ম্যাচটি জিতেছিল ৫ উইকেটে। সিরিজের তৃতীয় ম্যাচে চট্টগ্রামে করেন অপরাজিত ১২৩ রান। সেই ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ১৬১ রানের বিশাল ব্যবধানে। সিরিজের চতুর্থ ম্যাচে হৃদয় করেন ১১৫ রান। সেই ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৫ উইকেটে। আজ হৃদয় ১০২ বলে তিনটি চার আর পাঁচটি ছক্কায় করেন ১১১ রান।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //