আগারগাঁওয়ে ১০ কিলোমিটার সাইকেল লেন হচ্ছে

রাজধানীর আগারগাঁও এলাকায় ১০ কিলোমিটার এক্সক্লুসিভ সাইকেল লেন করার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার ডিএনসিসি, জেসিআই এবং স্পোর্টিয়ার যৌথ উদ্যোগে রাজধানীর হাতিরঝিল এলাকায় মাদকবিরোধী ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠানে মেয়র এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘সাইক্লিংয়ের আলাদা জায়গার জন্য আগারগাঁও এলাকায় এক্সক্লুসিভ সাইকেল লেন নির্মাণের কাজ চলছে। সেখানে সাইকেল ভাড়া পাওয়ারও ব্যবস্থা থাকবে। যেন সবাই সাইক্লিংয়ে আকৃষ্ট হয়।’

আতিকুল বলেন, ‘তরুণ প্রজন্মকে মোবাইল অ্যাপসের আসক্তি থেকে বের হয়ে আসতে হবে। তাদের ঘর থেকে বেরিয়ে মাঠে থাকতে হবে, খেলাধুলা করতে হবে। সাইক্লিং করতে হবে বা ম্যারাথনের আয়োজন করতে হবে। উত্তরার রাস্তাঘাট অনেক বড় ও প্রশস্ত, কিন্তু সেখানে ফুটপাত ও রাস্তা দখল হয়ে যাচ্ছে। আমাদের তরুণ প্রজন্মকে ম্যারাথনের মতো এরকম আরও কর্মসূচির আয়োজন করতে এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //