স্বর্ণের দাম ভরিতে কমলো সাড়ে ৩ হাজার

টানা দর বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। বিশ্ববাজারে অস্বাভাবিক দরপতন হওয়ায় দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম সাড়ে ৩ হাজার টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (১২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আগামীকাল বৃহস্প‌তিবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৭৩ হাজার ৭১৬ টাকা, ২১ ক্যারেটের দাম ৭০ হাজার ৫৬৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬১ হাজার ৮১৯ টাকা এবং প্রতি ভরি সনাতন স্বর্ণের নতুন দাম ৫১ হাজার ৪৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ভরি রূপা ৯৩৩ টাকায় বিক্রি হবে।

আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //