শর্ত সাপেক্ষে সুগন্ধি চাল রফতানির অনুমোদন

পাঁচ শর্তে রফতানিকারক প্রতিষ্ঠান এফসি ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে ১ হাজার মেট্রিক টন সুগন্ধি চাল রফতানির অনুমোদন দিয়েছে সরকার।  

সম্প্রতি এই চাল রফতানিতে অনুমোদন দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরে চিঠি দিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে, এই সুগন্ধি চাল রফতানিকারক প্রতিষ্ঠান এফসি ট্রেডিং কর্পোরেশনের আবেদনের প্রেক্ষিতে এ অনুমতি দেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরকে বলা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সুগন্ধি চাল মন্ত্রণালয়ের শর্ত মেনে রফতানি কার্যক্রম পরিচালনা করতে হবে। শর্তগুলো হচ্ছে-

১. চাল রফতানিতে রফতানি নীতি ২০১৮-২০২১ অনুসরণ করতে হবে। 

২. রফতানিযোগ্য সুগন্ধি চাল ট্রান্সপারেন্ট প্যাকেটে প্যাকেটজাত করতে হবে। ৩. শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রফতানিকৃত পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে। 

৪. রফতানিকৃত সুগন্ধি চাল জাহাজিকরণ শেষে রফতানি সংক্রান্ত সংশ্লিষ্ট সব কাগজ বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। 

৫. এ ছাড়া এই অনুমতির মেয়াদ ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

এক নির্ভরযোগ্য সূত্র জানায়, রফতানি নীতি আদেশ অনুযায়ী অনুমোদনসাপেক্ষে ২৫ ধরনের সুগন্ধি চাল রফতানির সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানের আগ্রহপত্র বিবেচনা করে বাণিজ্য মন্ত্রণালয় কেস টু কেস ভিত্তিতে এই অনুমতি দিয়ে থাকে। 

তবে মোটা কিংবা সরু বা অন্যকোনো ধরনের চাল বর্তমানে রফতানির সুযোগ নেই বলেও জানা যায়। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //