যাত্রীর অভাবে বিমানের সব ফ্লাইট বাতিল

বাংলাদেশ বিমান জানিয়েছে, যাত্রী সংকটের কারণে এয়ারলাইন্সের অভ্যন্তরীণ তিন রুটে আজ মঙ্গলবার (২ জুন) সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, আগামীকাল বুধবার থেকে ফ্লাইট সংখ্যা কমানো হবে। পাশাপাশি টিকিটের মূল্যও কমানোর চিন্তা করা হচ্ছে।

এর আগে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে দুইটি, সিলেটে দুইটি ও সৈয়দপুরে তিনটি ফ্লাইট ঘোষণা করেছিল রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

তবে আগের সাতটি ফ্লাইট থেকে কমিয়ে বুধবার থেকে সৈয়দপুর রুটে দুটি, সিলেট রুটে একটি ও চট্টগ্রাম রুটে একটি ফ্লাইট পরিচালনা করা হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অভ্যন্তরীণ রুটে ২৪ মার্চ থেকে বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ করা হয়। গতকাল সোমবার (১ জুন) থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //