রিজেন্টের সঙ্গে চুক্তির বিষয়টি জানা ছিল না স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট দেয়াসহ নানা অভিযোগে সিলগালা হওয়া রিজেন্ট হাসপাতাল নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, চুক্তি স্বাক্ষরের সময় ‘রিজেন্ট’ নিয়ে বেশি কিছু জানতেন না।

মঙ্গলবার (১৪ জুলাই) সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ‘মন্ত্রণালয় ও অধিদফতরের মধ্যে কোনো সমস্যা নেই। স্বাভাবিক একটা ভুল বোঝাবুঝি হতে পারে, সেজন্য স্বাস্থ্যসেবায় কোনো সমস্যা হচ্ছে না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দুটি সংস্থাকে করোনাভাইরাস টেস্টের দায়িত্ব দেয়া হয়েছিল। তারা বলেছে তারা কিছু স্যাম্পল কালেকশন করবেন।’


রিজেন্টের সঙ্গে করোনার চিকিৎসা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের একটি ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে। ছবিতে দেখা যায়, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. শাহেদ একটি কাগজে স্বাক্ষর করছেন, তার পাশে বসা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। সাবেক স্বাস্থ্যসচিব, বর্তমান স্থানীয় সরকারসচিব, জননিরাপত্তাসচিবসহ অন্য কর্মকর্তারা পেছনে দাঁড়ানো।

ওই ছবিতে নিজের উপস্থিতি নিয়ে  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘ওই অফিসে ডিজি অফিসের একটা মিটিংয়ে গিয়েছিলাম। আমরা তখন ডিজির অনুরোধে গিয়েছিলাম। আমরাও খুশি ছিলাম নতুন হাসপাতালে করোনাভাইরাস চিকিৎসা হবে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //