করোনাভাইরাসের ক্লাস্টার নারায়ণগঞ্জ

দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া ২১৮ জনের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ। সেখানে বুধবার (৮ এপ্রিল) পর্যন্ত শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৪৬ জন। আর দেশে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২০ জনের মধ্যে দুই জন নারায়ণগঞ্জের। তাই নারায়ণগঞ্জকে হটস্পট ও করোনা ক্লাস্টার হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর।

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, ঢাকার বাইরে ৪৬ জন শনাক্ত হওয়ায় নারায়ণগঞ্জকে ক্লাস্টার হিসেবে ঘোষণা করা হয়েছে।

ক্লাস্টার ট্রান্সমিশন কী জানতে চাইলে আইইডিসিআর পরিচালক বলেন, যদি কোথাও একই জায়গায় কম দূরত্বের মধ্যে একাধিক রোগী থাকে, তখন তাকে ক্লাস্টার হিসেবে আইডেন্টিফাই করে ইনভেস্টিগেশন করা হয়।

এদিকে, সংক্রমণের হার বেড়ে যাওয়ায় নারায়ণগঞ্জকে লকডাউন বা কারফিউ জারির জন্য গত ৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রবিবার (৫ এপ্রিল) বিকালে সংস্থাটির প্রধান নির্বাহী আবুল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য নগরী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আদমজী ইপিজেড, তৈরি পোশাক কারখানা, হোসিয়ারিসহ ভারী শিল্প প্রতিষ্ঠান এবং চাল, ডাল, আটা, ময়দা, লবণসহ নিত্যপণ্যের পাইকারি বাজার রয়েছে এ নগরীতে। এসব কারণে নারায়ণগঞ্জ একটি শ্রমিক অধ্যুষিত এলাকা। ঘনবসতিপূর্ণ এই নগরীতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি খুব বেশি। তাই মানুষের জীবন রক্ষায় পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বিক বিবেচনা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী জরুরি ভিত্তিতে সিটি এলাকায় লকডাউন বা কারফিউ জারির জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //