এক কমিশনারকে তথ্য দিতে বাধ্য নন রিটার্নিং কর্মকর্তা: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেছেন, রিটার্নিং কর্মকর্তাকে কোনো তথ্য দেয়ার ক্ষেত্রে পাঁচজন নির্বাচন কমিশনারকে পাঠাতে হবে। শুধু একজন কমিশনারকে তথ্য দিতে বাধ্য নন।

রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার রিটার্নিং কর্মকর্তার কাছে তথ্য চাইলেও তাকে দেয়া হয়নি— এমন অভিযোগের বিষয়ে ইসি সচিব বলেন, ‘রিটার্নিং কর্মকর্তারা তথ্য দিতে বাধ্য, তবে তারা কমিশনকে জানাবে। যেহেতু কমিশনের বিষয় সেহেতু সিইসির কাছে আগে তথ্য জানাতে হবে। তবে সরাসরি কাউকে উত্তর দিতে পারবেন না। তিনি একজন কমিশনারের কাছে তথ্য দিতে বাধ্য না, দিলে পাঁচজনের কাছে দিতে হবে।’

নির্বাচন কমিশনে লেভেল প্লেইং ফিল্ড নেই মাহবুব তালুকদারের এমন বক্তব্যের বিষয়ে সচিব বলেন, ‘তিনি কী বুঝিয়েছেন জানি না। পাঁচজন কমিশনারকে নিয়ে কমিশন। তাদের কোনো বিষয়ে দ্বিমত হয়, আবার আলোচনার মাধ্যমে একমতও হন। সে জন্য সুন্দর নির্বাচন হচ্ছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কাজও ঠিক মতোই চলছে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণার সময় নৌকা ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে টিকাটুলিতে সংঘর্ষের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইসি সচিব।

ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথের ওপর হামলার তদন্ত প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘পুলিশ তদন্ত প্রতিবেদনে বলেছে দুই গ্রুপ পুলিশকে না জানিয়ে সেখানে গিয়েছে। দুই গ্রুপ মুখোমুখি হওয়ায় ধাক্কাধাক্কি হয়েছে, তাদের জানালে এমনটা হতো না। আমি বলেছি, কমিশনকে দিয়ে বিষয়টি মিটিয়ে দেওয়ার জন্য’।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //