জাতির পিতার জন্মশতবার্ষিকীর ক্ষণ গণনা শুরু ১০ জানুয়ারি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ক্ষণ গণনা শুরু হবে আগামী ১০ জানুয়ারি থেকে।

জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ কথা জানানো হয়।

এতে বলা হয়, এ উপলক্ষে দেশের ৫৩টি জেলার ৫৪টি স্থানে ক্ষণ গণনার ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে। 

ইতোমধ্যে আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ডিসপ্লে বোর্ড স্থাপনের জন্য স্থান নির্বাচনের ক্ষেত্রে জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকার সংসদ সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতা, স্থানীয় সরকারের প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সভায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনার ও সকল জেলার জেলা প্রশাসকদের বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।

প্রতিমন্ত্রী এ সময় জাতির পিতার জন্ম শতবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সকলকে আহ্বান জানান। -বাসস

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //