নিউজিল্যান্ডের করোনা সংক্রমণ ছাড়া ১০০ দিন

নিউজিল্যান্ডে গত একশ দিনে করোনাভাইরাসে কমিনিউনিটি পর্যায়ে নতুন করে শনাক্ত হয়নি। আজ রবিবার (৯ আগস্ট) দেশটি এই মাইলফলক অর্জন করলো। 

তবে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এ নিয়ে সন্তুষ্টির কোনো জায়গা নেই।

স্বাস্থ্য দফতরের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড বলেছেন, কমিউনিটি সংক্রমণ ছাড়া একশ দিন পার হওয়া খুবই গুরুত্বপুর্ণ মাইলস্টোন। কিন্তু যেমনটা আমরা সবাই জানি, আমাদের আত্মতুষ্ট হওয়ার মতো অবস্থা নেই। নিয়ন্ত্রণ করার পরও বিভিন্ন দেশে কতো দ্রুত ভাইরাসটি পুনরায় ছড়িয়ে পড়ছে তা আমরা দেখেছি। তাই ভবিষ্যতে কোন সংক্রমণ ঘটলে তা দ্রুততার সাথে নির্মূল করার জন্যে আমাদের প্রস্তুত থাকতে হবে।

নিউজিল্যান্ডে এখনো ২৩ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে। তবে এরা সবাই দেশে প্রবেশের সময় সীমান্তে শনাক্ত হয়েছে। তাদের প্রত্যেককে আইসোলেশানে রাখা হয়েছে।

নিউজিল্যান্ডে মোট জনসংখ্যা ৫০ লাখ। দেশটিতে গত ২৬ ফেব্রুয়ারি প্রথম রোগী শনাক্তের পর মোট ১ হাজার ২১৯ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়। সর্বশেষ গত ১ মে করোনা রোগী শনাক্ত হয়েছে।

করোনা নিয়ন্ত্রণে দেশটির সফলতা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিউজিল্যান্ডকে করোনা নিয়ন্ত্রণে অন্যদের কাছে উদাহরণ হিসেবে তুলে ধরেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //