আবারো জয় পেলো সিঙ্গাপুরের পিএপি

করোনাভাইরাস সংকটজনক পরিস্থিতিতেও সিঙ্গাপুরের চলে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। এখন পর্যন্ত মহামারি চলাকালীন হাতে গোনা কয়েকটি দেশের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে সিঙ্গাপুর একটি।

শুক্রবারের (১০ জুলাই) জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন দল পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। তবে গতবারের চেয়ে এবার ভোট কমেছে ৫৫ বছর ধরে ক্ষমতায় থাকা দলটির।

১৯৬৫ সাল থেকে ক্ষমতায় রয়েছে পিএপি। এবারের নির্বাচনে দলটি ৯৩টি সংসদীয় আসনের ৮৩টিতে জয় পেয়েছে। অন্যদিকে ওয়ার্কার্স পার্টি (ডব্লিউপি) পেয়েছে মাত্র ১০টি আসন। চূড়ান্ত ফলাফলে এমনটি দেখা গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। 

করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও সিঙ্গাপুরের জনগণ উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্তও বিভিন্ন কেন্দ্রের বাইরে ভোটারদের ভিড় ছিলো। সে কারণে ভোট দেয়ার সময় দুই ঘণ্টা বাড়ানো হয়, যা দেশটির নির্বাচনের ইতিহাসে প্রথমবার ঘটে। রাত ১০টায় শেষ হয় ভোটগ্রহণ।

এরপর গণনার কাজ শুরু হয়। সেখানে ওয়ার্কার্স পার্টিকে বড় ব্যবধানে হারিয়ে ক্ষমতায় টিকে যায় পিপলস অ্যাকশন পার্টি। এই দলটি ১৯৫৯ সাল থেকে ক্ষমতায় রয়েছে। ১৩তম সাধারণ নির্বাচনে তাদের পক্ষে ৬১ শতাংশ ভোট পড়ে, যা ২০১১ সালের পর সর্বনিম্ন। সেবার পড়েছিল মাত্র ৬০ শতাংশ ভোট।

ভোট গণনা শেষে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুং বলেন, আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। পেয়েছি জনগণের সমর্থন। যদিও পপুলার ভোটের হার খুব একটা বেশি নয়।

এদিকে বিরোধী দল বিশাল ব্যবধানে হারলেও, তাদের ইতিহাসে সর্বোচ্চ আসন পেয়েছে। আগের সাধারণ নির্বাচনে ওয়ার্কার্স পার্টি পেয়েছিল মাত্র ছয়টি আসন।


এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে সিঙ্গাপুর সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি। করোনা মহামারিতে দেশটিতে মৃত্যু হার কম হলেও ৪৫ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। কয়েক সপ্তাহের কঠোর লকডাউনের পর জুনের পর থেকে সব কিছু শিথিল করা হয়েছে ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //